হযরত দাতা গঞ্জবখশ (রা:) এর দরবারের ঘটনা
একদিন এক ফকির হযরত দাতা গঞ্জবখশ
(রা:) মাযারের সামনে বসে বলছিলেন, “দাতা দশটি টাকা দাও, দাতা! দশটি টাকা দাও ”। এমতাবস্হায় ভ্রান্ত মতবাদে বিশ্বাসী এক লোক সেদিক দিয়ে যাচ্ছিল। সে লোকটি
বলল, হে ফকির তুমি কী করছ? ফকির বলল, ‘আমার দাতার কাছ
থেকে দশটি টাকা চাচ্ছি। লোকটি বলল, এটা শিরক, আল্লাহর কাছ থেকে চাও, তিনিই একমাত্র
দাতা। এই কবর থেকে তুমি কিছুই পাবে না। ফকির বলল, এটা তোমার জন্য শিরক, আমার জন্য
নয়। সে লোকটি বলল, তোমার কিছুই মিলবে না। তোমার ঝুলি খালিই পড়ে থাকবে। এরা কিছুই দিতে
সক্ষম নয়। প্রয়োজনে দশটি টাকা আমার কাছ থেকে নিয়ে নাও।
ফকির টাকা দশটি পকেটে রাখল এবং
মাযারের প্রতি মনযোগী হয়ে বলল, হে দাতা! আমার পুরোপুরি বিশ্বাস জন্মে গেছে যে,
বাস্তবেই তুমি দাতা (দানশীল)। দিয়েছ তুমি এমন লোকের দ্বারা যে তোমার দাতা হওয়ার
ব্যাপারেই অবিশ্বাসী । বাহ্! তুমি কেমন বিরুদ্ধাচারণকারীর মাধ্যমেই দিয়েছ ।
আল্লাহর ফয়জের দরবারে সবকিছু রয়েছে
দরবেশের ঝুলির মধ্যে এখনও সবই রয়েছে।
এরা আল্লাহ ওয়ালা, এরা সবকিছুই দিতে সক্ষম
কিন্তু তাদের কাছ থেকে নেওয়ার কিছু পদ্ধতিও রয়েছে।
হযরত খিযির (আ:) নিকট পৌছে ইউশা ইবনে
নুনের কাছে রক্ষিত জীবিত হয়ে গেছে এবং এক লাফ দিয়ে পানির মধ্যে আশ্চর্য ধরনের
সুডঙ্গ সৃষ্টি করে চলে গেছে। এ থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহর অলীগণের দরবারে এসে
মৃত বস্তুও জীবিত হয়ে যায়। এমনিভাবে মৃত অন্তরসমূহ তাদের দৃষ্টির মাধ্যমে জীবিত
হয়ে যায়।
আস্সালামুআলাইকুম আল্লাহ হাফেজ ।
No comments